ভালবাসা কখনো হারায় না!

সত্যিকারের ভালবাসা কখনো হারিয়ে যায় না!  এটা হারাবার জিনিস না!
সত্যিকারের ভালবাসা দিন দিন পলে পলে বাড়তেই থাকবে! 
যে যাকেই মন থেকে মন দিয়ে সত্যি সত্যিই ভালবাসবে, তাকে ছাড়া সে কখনো থাকতে পারবে না! অন্তত ভুলে থাকতে পারবে না!
যা কিছুই করবে তাকে বারে বারেই মনে পরতে থাকবে!
তাই বলি সত্যিকারের প্রেম কখনো হারায় না!
হুমায়ূন আজাদ স্যার বলেছেন"দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম!"
সত্যিই তাই। মনে থেকে ভালবাসলে আর সত্যিই ভালবাসলে তা কখনোই শেষ হবে না বা হারিয়ে যাবে না!
হউক সেটা প্রথম, দ্বিতীয় কিনবা তৃতীয় ভালবাসা! 
সসত্যিকারের হলেই হলো!

Popular posts from this blog

ব্যর্থ প্রেম