Posts

ভালবাসা কখনো হারায় না!

Image
সত্যিকারের ভালবাসা কখনো হারিয়ে যায় না!  এটা হারাবার জিনিস না! সত্যিকারের ভালবাসা দিন দিন পলে পলে বাড়তেই থাকবে!  যে যাকেই মন থেকে মন দিয়ে সত্যি সত্যিই ভালবাসবে, তাকে ছাড়া সে কখনো থাকতে পারবে না! অন্তত ভুলে থাকতে পারবে না! যা কিছুই করবে তাকে বারে বারেই মনে পরতে থাকবে! তাই বলি সত্যিকারের প্রেম কখনো হারায় না! হুমায়ূন আজাদ স্যার বলেছেন"দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম!" সত্যিই তাই। মনে থেকে ভালবাসলে আর সত্যিই ভালবাসলে তা কখনোই শেষ হবে না বা হারিয়ে যাবে না! হউক সেটা প্রথম, দ্বিতীয় কিনবা তৃতীয় ভালবাসা!  সসত্যিকারের হলেই হলো!

ব্যর্থ প্রেম

Image
সত্যি কারের ভালোবাসা চিরকাল অধরাই রয়ে যায়! এই যে কয়েকটি মাস আগেই যে আমাকে মনে প্রানে ভালবাসতো, সে আজ আমাকে ছাড়া খুব ভালোই আছে! আমি যখনই তার কাছে আমার ভবিষ্যতের ব্যাপারে জানতে চাওতাম সে শুধু একটা কথাই বলতে ভালোভাবে, আমি শুধু তোমার!  সেই তুমিটা আর হয়ে উঠা হলো না! পারিবারিক চাপে হোক বা ইগু! দুই ই আমার জীবন টা নিয়ে খেলা করে আজ আমি সত্যি ভালবাসাহীন! আমাকে তার মতো করে কেউ কোনদিন ভালবাসতে পারে না! পারবেও না! সে খুব করে আমাকে চাইতো, প্রতিদিন সন্ধ্যা নামলে সে ভগবানের পূজা দেওয়ার সময় শুধু আমাকেই চাইতো, আর আমার সুস্থতা কামনা করতো! সেই মানুষটি কি এখনো আমার জন্য ভাবে? সে কী এখনো মনে করে তার ভালোবাসার মায়া তাকেই ভালবাসে! সে কী আগের মতই তার ভালবাসার মায়ার জন্য পথ চেয়ে থাকে? নাকি অন্য কিছু?  আমি খুব করে তাকে ভালবাসতাম, আজও ভালবাসি। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, সত্যিকারের ভালবাসা আমার কাছে অধরাই রয়ে গেলো, রয়েই যায়! 😍😍😍দেবীর মায়া😍😍😍